Home » গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বিভিন্ন দলের ৩০৫টি পরিবার যোগদান

গাংনীতে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বিভিন্ন দলের ৩০৫টি পরিবার যোগদান

কর্তৃক ajkermeherpur
39 ভিউজ

স্টাফ রিপোর্টার গাংনী:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৫টায় সময় তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ মতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মেহেরপুর-২ (গাংনী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন,গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

কর্মী সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক,পৌর রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিএনপিসহ বিভিন্ন দলের ও সাধারণ মানুষসহ ৩০৫টি পরিবার জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

নতুন যোগদানকারীদের হাতে ফুল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে স্বাগত জানান।

স্থানীয় নেতারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনের কর্মসূচি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন