Home » গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু গুরুতর আহত

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু গুরুতর আহত

কর্তৃক xVS2UqarHx07
270 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় হিরা খতুন (৬) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত হিরা খাতুন গাংনী থানা পাড়ার এনামুল হকের মেয়ে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাংনী বাজার বাস ষ্ট্যান্ডে এমন ঘটনা ঘটে। শিশুটির অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যাক্ষদর্শীরা জনান, এনামুলের স্ত্রী তার মেয়ে হিরা খাতুনকে নিয়ে রাস্তা পারাপারের উদ্দেশ্যে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময় গাংনী ইদগাহ পাড়ার ড্রাম ট্রাক চালক আব্দুল্লাহ তার ট্রাকটি রাস্তায় উঠানোর জন্য পিছনে দেয়। ট্রাকের পিছনে থাকা হিরা খাতুন ট্রাকের ধাক্কায় পড়ে যায় এবং ট্রাকের চাকা তার পায়ের উপর উঠে যায়।
প্রত্যাক্ষদর্শীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন