নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর গাংনীতে তামাকজাতদ্রব্য বন্ধে শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।বেসরকারী স্বেচছাসেবি এ সংস্থাটি গত ৯ অক্টোবর তামাক মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য হলো-গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় ১৫টি দোকানে অবাধে তামাকজাতদ্রব্য বিক্রি হচ্ছে এমন দোকান চিহ্নিত করেছে। এর মধ্যে অধিক গুরুত্ব দিয়ে ৩টি দোকান মাদকজাতদ্রব্য বিক্রির প্রধান ব্যবসায়ী কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়।
এবং ওই সব দোকানগুলোর ব্যবসায়ীকে সুপরামর্শ দিয়ে মাদকজাতদ্রব্য বিক্রি সবপূর্ণভাবে বন্ধ করাতে সক্ষম হয়। এবং দোকানগুলোতে জনসচেতনতার জন্য ব্যাপার টাঙ্গানো হয়।সেই মেহেরপুর জেলা প্রশাসক ও মেহেরপুর সিভিল সার্জনকে তামাকজাতদ্রব্য বন্ধকরণের লিফলেটসহ অন্যান্য উপকরণ প্রদান ও অবহিত করা হয়।শানঘাট পল্লী উন্নয়ন সংস্থাটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।
এর মধ্যে ২০০৬ সাল থেকে বিভিন্ন সভা,প্রচার-প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে তামাকজাতদ্রব্য বন্ধে কাজ করে আসছে।শানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল আলম জানান,সংস্থাটি সমাজের সঙ্গতি দূর করে উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করে আসছে।