Home » গাংনীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ শুরু

গাংনীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ শুরু

কর্তৃক xVS2UqarHx07
21 ভিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবিনামার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার মধ্য দিয়ে মেহেরপুরে আওয়ামী সরকারের বিরুদ্ধে মাঠে নামার কার্যক্রম শুরু করেছে বিএনপি। আজ বুধবার ( ১৯ নভেম্বর ) সকাল সাড়ে দশটার সময় মেহেরপুর-২ (গাংনী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

গাংনী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, ৩১ দফা সংস্কারের মধ্যে সবচেয়ে বড় দাবি আমরা জনগণকে বলছি দীর্ঘ ২৭ বছর আপনারা ভোট দিতে পারেননি। যদি ৩১ দফা দাবি বাস্তবায়ন হয় তাহলে আপনারা যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। প্রত্যেকটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। যাতে ওই পরিবারের ১৫ দিনের পরিবার চালানোর টাকা দেওয়া হবে। ৩১ দফা দাবি বাস্তবায়ন হলে জেলে, কৃষক ও শ্রমিক ভালো থাকবে এই বার্তা আমরা জনগণের মধ্যে পৌঁছে দিচ্ছি।

লিফলেট বিতরণকালে আমজাদ হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষে ভোট চাওয়ার লক্ষ্যেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নামা শুরু করেছি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সুরলে আলভী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন