Home » গাংনীতে তিনটি বাড়ি অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছায়‌

গাংনীতে তিনটি বাড়ি অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছায়‌

কর্তৃক xVS2UqarHx07
67 ভিউজ

 

আব্দুল হামিদ বার্তা সম্পাদকঃ

 

মেহেরপুর গাংনীতে তিনটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছায় হয়েছে, এসময় ১টি ছাগলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১৮ মার্চ-২০২৫ দুইটার দিকে জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে তেঁতুলবাড়ীয়া গ্রামের মৃতঃ নজরুল ইসলামের স্ত্রী রােজিনা খাতুন, ছেলে গফুর আলী ও কামাল হােসেনের বাড়িতে অগ্নিকান্ড ঘটে,এসময় নগদ টাকা ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়,এ ঘটনায কামাল হােসেনের একটি ছাগলের মৃত্যু হয়েছে,

ক্ষতিগ্রস্তদের একজন গফুর আলী জানান,আমার মা ও আমাদের দুই ভাইয়ের ঘরে আগুন লেগে ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েগেছে।

রান্না ঘরের চূলা থেকে আগুনের সূত্রপাত হয়,পরে পুরাে বসতবাড়ি আগুন লেগে এ সর্বনাশ হয়।

এদিকে খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন, সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলােকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন