Home » গাংনীতে দপ্তরীর বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযােগ।

গাংনীতে দপ্তরীর বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযােগ।

কর্তৃক xVS2UqarHx07
46 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হােগলবাড়ীয়া-মােহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর বিরুদ্ধে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযােগ উঠেছে। যৌন নিপিড়নে অভিযুক্ত দপ্তরী তারিকুল ইসলাম মােহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার বিদ্যালয়ের শৌচাগারে ওই ছাত্রীকে নিয়ে যৌন নিপিড়ন করে দপ্তরী তারিকুল ইসলাম । ঘটনার পর ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। এ নিয়ে তারিকুলের বিচারের দাবিতে এলাকাবাসি সােচ্চার হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার দপ্তরী তারিকুল ওই ছাত্রীকে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতন করে। পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। বিষয়টি পরিবারের মধ্য কয়েকদিনের জন্য সীমাবদ্ধ থাকলেও এখন তা ছড়িয়ে পড়েছে পুরাে এলাকায়। এ নিয়ে অভিযুক্ত তারিকুলের বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসি।

যৌন নিপিড়নের শিকার শিশুটির মা জানান, আমার শিশু মেয়েকে নির্যাতনের বিষয়টি স্কুলের শিক্ষককে জানিয়েছি; কিন্তু কােন কর্ণপাত করেনি।

মটমুড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আয়েজ উদ্দীন মােবাইলফােনের মাধ্যমে জানান, বিদ্যালয়ের দপ্তরী তারিক এক শিশুকে নির্যাতন করেছে এমন কথা শুনেছি। শিশুটির পরিবার থানায় অভিযোগও করেছে।

এদিকে,অভিযুক্ত তারিকুল ইসলামের সাথে মােবাইলফােনের মাধ্যমে যােগাযােগ করার চেষ্টা করা হলে,তাকে পাওয়া যায়নি।

হোগলবাড়ীয়া-মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাশেম জানান, ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে দপ্তরী তারিকুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপিড়নের একটি অভিযোগ করেছে। বিষয়টি বিস্তারিত জানার পর আমাদের শিক্ষা অফিসার মহােদয়কে জানাবাে। তবে তারিকুল দােষি প্রমাণিত হলে,তার বিরুদ্ধে আমরা দাপ্তরিক ব্যবস্থা নেবাে।

গাংনী থানার অফিসার ইনচার্জ ( ওসি) বানী ইসরাইল জানান, ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন