Home » গাংনীতে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু।

গাংনীতে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু।

কর্তৃক ajkermeherpur
54 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে দুই সন্তানের টলি খাতুন(৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ সন্তানের জননী টলি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সবেদ আলীর মেয়ে এবং মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের সর্দ্দার তাজুল ইসলামের স্ত্রী।

বুধবার সকালের দিকে নিজ ঘর থেকে টলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল। গৃহবধূ টলির বাবার পরিবারের লােকজনের অভিযোগ, টলিকে তার স্বামী তাজুল নির্যাতন শেষে হত্যা করে রশি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে নাটক সাজাচ্ছে। তবে টলির শ্বশুর পক্ষের লােকজন বলছে,টলি আত্মহত্যা করেছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, মরদেহ ময়না তদন্তের জন‍্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানাে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন