আজকের মেহেরপুর ডেস্ক:
পূর্ব শত্রুতার জের ধরে মজনু নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার ভোরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মজনুকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মজনু ধলা মধ্য পাড়া গ্রামের আমদ আলীর ছেলে।
জানাগেছে গত ১০ জানুয়ারি ধলা মধ্যপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর সিদ্দিকের ছেলে শান্তিরুল, মজনু সহ তাদের ৪ ভাইয়ের নামে একটি মামলা দায়ের করেন। ওই ঘটনার পর থেকে তারা বাড়ি থেকে পালিয়ে যায়।
বৃহস্পতিবার ভোরের দিকে মজনু বাড়িতে আসার পথে শান্তিরুল ও নজরুলের ছেলে রিপন মজনুকে রাস্তা থেকে তুলে তাদের বাড়িতে নিয়ে দুই পায়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দেয়। পরে আহত অবস্থায় তার পরিবারের লোকজন উদ্ধার করে মজনুকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মেহেরপুরে নিয়ে আসে।