Home » গাংনীতে বজ্রপাতে ২ কৃষক নিহত : ২জন আহত

গাংনীতে বজ্রপাতে ২ কৃষক নিহত : ২জন আহত

কর্তৃক xVS2UqarHx07
210 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২জন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২জন কৃষক। নিহতরা হলেন-উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলেন-একই উপজেলার বজ্রপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে নিজ নিজ গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,দুপুরের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন এসব কৃষকরা মাঠের ক্ষেতে কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে বৃষ্টিপাত হলে, তারা গুরুতর ভাবে আহত হয়। পরে মাঠের কৃষকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যে আকরাম ও জাহাঙ্গীর মারা যান। বাকী আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন