Home » গাংনীতে বাইসাইকেল পেলো অর্ধ শতাধিক ছাত্রী

গাংনীতে বাইসাইকেল পেলো অর্ধ শতাধিক ছাত্রী

কর্তৃক xVS2UqarHx07
562 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে বাইসাইকেল বিতরণ করা হয়। ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অসচ্ছল পরিবারের মাঝে ৭০ জন ছাত্রীর মাঝে এসব বিতরণ করা হয়।

এল,জি,এসপি-৩ এর ২০২০-২১ অর্থ বছরের বরাদ্দকৃত খাত থেকে বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (অফিসার) সরোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য যথাক্রমে আব্দুল জাব্বার, গোলাম হোসেন,বকুল হোসেন,হযরত আলী,জসিম উদ্দীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন