Home » গাংনীতে বেগম রােকেয়া দিবস পালিত হয়েছে

গাংনীতে বেগম রােকেয়া দিবস পালিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
56 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুরের গাংনীতে বেগম রােকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি র‍্যালি প্রদক্ষিণ হয়।

 

র‍্যালীতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

পরে গাংনী পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫জন জয়ীতাকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

 

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি পালনে আয়ােজন করে।

 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে আলােচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও গাংনী পৌরসভার প্রশাসক প্রীতম সাহা।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেড প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায়-সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান।

 

এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।

 

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন জয়ীতাকে ক্রেস্ট প্রদান করা হয়। এরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের কাকলী খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের আফরোজা খাতুন, সফল জননী নারী গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মাহফুজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যােমে ঘুরে দাঁড়ানাে নারী কাজীপুর গ্রামের আক্তার বানু, ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী কাথুলী গ্রামের ভাবীরন নেছা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন