Home » গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবক তারিক হােসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবক তারিক হােসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
233 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবক তারিক হােসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মারা গেছেন । মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারিক হােসেন মারা যান । নিহত তারিক হােসেন গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের আজমাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে যুবক তারিক হােসেন মােটরসাইকেলযােগে গাংনী-হাটবোয়ালিয়া সড়ক হয়ে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। সে গােপালনগর হানিফ ফিলিং স্টেশনের কাছে একটা অটােভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

পথচারীরা তাকে উদ্ধার প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে, উন্নত চিকিৎসা দেবার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

০ মন্তব্য

You may also like

মতামত দিন