নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবকের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হৃদয়পুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহান (২০) ও একই এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে সাগর হোসেন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে যাওয়ার পথে সোহান ও সাগর দুর্ঘটনার শিকার হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় তাদের বহন করা ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে এলাকাবাসী আহত দু’জনকে পুলিশের কাছে সোপর্দ করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুই যুবকের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।