Home » গাংনীতে সাপের (দংশনে) কামড়ে এক পিয়াজু (বড়া) ব্যবসায়ীর মৃত্যু হয়েছে

গাংনীতে সাপের (দংশনে) কামড়ে এক পিয়াজু (বড়া) ব্যবসায়ীর মৃত্যু হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
201 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে সাপের (দংশনে) কামড়ে ইয়ারুল ইসলাম (৫০) নামের এক পিয়াজু (বড়া) ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ব্যবসায়ি ইয়ারুল গাংনী পৌর এলাকার ভিটাপাড়ার মৃত জান আলীর মেজো ছেলে। তিনি গাংনী শহরের একজন পিয়াজু ব্যবসায়ী।

শুক্রবার (২৮ এপ্রিল-২০২৩ ইং) বিকেল সাড়ে ৪ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে গাংনী-হাড়িয়াদহ গ্রামের মধ্যেবর্তি ক্যাশখালীর মাঠে তাকে সাপে কামড় দিলে,তিনি অসুস্থ হয়ে পড়েন।

গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ইয়ারুলকে কামড় দেয়া সাপটিকে খুঁজে বের করে মেরে ফেলেছেন কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান,ইয়ারুল শুক্রবার দুপুর ১২টার দিকে তার ধানক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় ধানের জমির আইলে, বিষধর গােখরা (কুলিম) সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে বাঁশবাড়িয়া গ্রামের এক ওঝার কাছে চিকিৎসা দেয়ার জন্য নেয়।
সেখানে চিকিৎসা নেয়ার পরও ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার সময় পথে মধ্যে মারা যায়।

পারিবারিক সূত্র জানায়,শুক্রবার গাংনী বাজার বন্ধ ছিল। এ কারণে ইয়ারুল তার ব্যবসা বন্ধ রেখে মাঠে ধানের জমিতে কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে সাপে কামড় দেয়।
হাসপাতালে চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন