নিজস্ব প্রতিবেদক:
গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২।
মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী-বাড়াদি বাইপাস সড়কের সড়কের মধ্যবর্তী স্থান ভাটপাড়া ব্যাকা রাস্তায় সড়ক দুর্ঘটনায় জাবেদ ওমর (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত জাবেদ ওমর কসবা গ্রামের বাজার পাড়ার স্বাধীনের ছেলে। অন্যদিকে আহত হয়েছে ভাটপাড়া গ্রামের কাশেম আলির ছেলে আবু বকর (২২)এবং কসবা গ্রামের আনাজ আলির ছেলে হুসাইন আলি(১৮)।
ভাটপাড়া গ্রামের রবিউল ইসলাম জানায়, আমি ভ্যান গাড়ি নিয়ে বাড়াদি থেকে বাড়ি ফেরার সময় ব্যাকা রাস্তায় ৩ জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আমার গাড়িতে তুলে ভাটপাড়া বাজারে নিয়ে আসি সেখান থেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাবেদকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার্ড করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজে অবস্থার উন্নতি না হলে এবং জ্ঞান ফেরার কারনে ঢাকায় নেওয়ার পথে ঢাকার অদুরে রাত ১ টার দিকে জাবেদ মৃত্যুবরন করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাণী ইসরাইল জানায়, দূর্ঘটনার খবর পেয়েছি আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।