নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ৩০ টাকা দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাংনী খাদ্য অধিদপ্তরের আয়ােজনে স্থানীয় ডিলারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম উদ্বোধন করেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
উদ্বােধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গাংনী উপজেলা খাদ্য অফিসের উপ-খাদ্য পরিদর্শক ফাহিম ফয়সাল। গাংনী উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়,শুক্রবার ও শনিবার ব্যতীত সপ্তাহের ৫ দিন চাউল বিক্রি করা হবে। মেহেরপুর শহরের ৯টি ডিলার প্রতিদিন ১০ মেট্রিক টন এবং গাংনীর তিন ডিলার পয়েন্টে প্রতিদিন ২ মেট্রিক টন করে চাউল বিক্রি করা হবে। গাংনী উপজেলা খাদ্য গুদামের পাশেই ডিলারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। একটু স্বল্প দরে চাউল গাংনী পৌর এলাকার ডিলারদের প্রতিষ্ঠানে দরিদ্র মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করে গেছে ।