স্টাফ রিপোর্টার গাংনী:
মেহেরপুরের গাংনীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বালিয়াঘাট পুকুরপাড়া এলাকা থেকে বামন্দি ক্যাম্প পুলিশের একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার জোড়পুকুর গ্রামের ফজলুল হকের ছেলে ইব্রাহিম হোসেন (৪৮) ও নজরুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম (৪৫)।
বামন্দি পুলিশ ক্যাম্প সুত্রে জানাগেছে, কাজীপুর সীমান্ত থেকে মাদক নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি ক্যাম্প ইনচার্জ শ্যামা প্রসাদের নেতৃত্বে বালিয়াঘাট পুকুরপাড় এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এসময় একটি কালো পালসার মোটরসাইকেলে করে আসা ইব্রাহিম ও জিয়ারুলকে সিগন্যাল দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
