Home » গাংনীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
171 ভিউজ

গাংনী প্রতিনিধি এস এম তারেক:

মেহেরপুরের গাংনীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন গাংনী উপজেলা প্রশাসন।

এসময় ২৫ মার্চ কালো রাত্রির গণহত্যার তাৎপর্য তুলে ধরেন উপস্থিত বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নিবার্হী অফিসারের প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর(-২)গাংনী আসনের সাবেক সাংসদ মোঃ মকবুল হোসেন,গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী,ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন,গাংনী থানার ওসি তদন্ত মনোরঞ্জন।

এছাড়া মেহেরপুর জেলা জাতীয় পার্টির (জেপি)সভাপতি আব্দুল হালিম,গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমিরুল ইসলাম,উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিক ইকবাল অনিক সহ সরকারি কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন