Home » গাংনীতে ৭কেজি গাঁজা দুইজনকে আটক করেছে বিজিবি।

গাংনীতে ৭কেজি গাঁজা দুইজনকে আটক করেছে বিজিবি।

কর্তৃক ajkermeherpur
27 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা দুইজনকে আটক করেছে বিজিবি।
গতকাল রাতে উপজেলার তেঁতুলবাড়ী বিওপি’র সদস্যরা তেঁতুলবাড়ী মাঠপাড়া থেকে তাদের আটক করে।
রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
আটককৃতরা হলেন, উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের পলাশীপাড়া গ্রামের মোঃ দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম(৩২) ও একই এলাকার মফিজুল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন(২৪)।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া মাঠ পাড়া দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়ী বিওপি’র নায়েব সুবেদার মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৯/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ী মাঠপাড়া নামক স্থান থেকে দুইজনকে আটক করা হয়।এসময় তাদের নিকট থেকে ভারতীয় ৭ কেজি গাঁজা,১টি মোবাইল এবং ২টি সিম কার্ড জব্দ করা হয়।যার আনুমানিক সিজার মুল্য ৩২,৭০০/- (বত্রিশ হাজার সাতশত) টাকা।

আটককৃত আসামীদের মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন