আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামে চাের সন্দেহে গাফফার হােসেন নামের এক ব্যক্তিকে ধৃত করেছেন স্থানীয় জনতা।
তবে গাফফার চুরির সাথে জড়িত না বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।
গাফফার পার্শ্ববর্তি ভােমরদহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
সােমবার সন্ধ্যারাতে স্থানীয় জনতা হিজলবাড়ীয়া ভাদ্রি খােলার মাঠ থেকে গাফফারকে ধাওয়া শেষে আটক করেন।
এসময় ঘটনাস্থল থেকে ১ ছুরি ও ১ টি হাতুড়ি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যারাতে প্রচন্ড অন্ধকার ছিল। প্রচন্ড অন্ধকারে হিজলবাড়ীয়া ভাদ্রি খােলার মাঠের একটি সেচ পাম্পের পাশে ৩ জন ব্যক্তি অবস্থান করছিল।
এসময় ওই সেচ পাম্প মালিক তার পাম্প দেখতে গিয়ে ৩জনকে লক্ষ্য করেন। সে কৌশলে স্থানীয়দের ডেকে নিয়ে ওই মাঠ ঘেরাও করে তাদের ধাওয়া করে।
এসময় ২ জন পালিয়ে গেলেও তাদের সাথে আসা গাফফারকে আটক করে। স্থানীয়দের ধারণা, গাফফারসহ ৩জন মাঠের সেচ পাম্প চুরি করার জন্য অবস্থান করছিল।
অনেকেই আবার ধারণা করেছেন, ৩জন গ্রামে গরু চুরি করার জন্য আশে-পাশে অবস্থান করছিল।
রাত ৮ টার সময় এ রিপাের্ট লেখা পর্যন্ত গাফফারকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছিল।