Home » গাংনীর কৃতিসন্তান নাজমুল সাঈদের মিডিয়া আওয়ার্ড লাভ

গাংনীর কৃতিসন্তান নাজমুল সাঈদের মিডিয়া আওয়ার্ড লাভ

কর্তৃক ajkermeherpur
45 ভিউজ

অভিবাসন খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে করা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য টানা তৃতীয় বারের মতো ‘ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া আওয়ার্ড’ পেলেন ইনডিপেনডেন্ট টে‌লি‌ভিশ‌নের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডর মাইকেল মিলার।

তালাশের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদের করা ‘শিক্ষার নামে মানব পাঁচার’ প্রতিবেদনটি অনুসন্ধান ক্যাটাগরিতে সেরা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন