Home » গাংনীর চর গোয়াল গ্রামে কৃষকের ফসলের সাথে আবারো শত্রুতা

গাংনীর চর গোয়াল গ্রামে কৃষকের ফসলের সাথে আবারো শত্রুতা

কর্তৃক xVS2UqarHx07
208 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনীতে কৃষকের ফসল কেটে দেয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।একটি মহল প্রতিনিয়ত কৃষকের ফসল কেটে তছরুপ করছে রাতের আধারে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার চর গোয়াল গ্রামের নফর উদ্দিনের ছেলের কামরুল ইসলামের মরিচ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে,চর গোয়াল গ্রামের মরানদীর মাঠে কামরুল ৮কাঠা জমিতে মরিচ চাষ করেন।জমি থেকে মরিচ তুলে প্রায় লক্ষাধিক টাকা দিয়ে মরিচ বিক্রি করেছেন।তিনি আরো ২লক্ষধিক টাকার মরিচ বিক্রয়ের আশা করেছিলেন তিনি।কৃষক পরিবারের এই বড় ক্ষতির পেছনে কারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্যঃগতবছরও উপজেলার চর গোয়াল গ্রামে একাধিক ব্যক্তির ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন