নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ধ*র্ষ;ণ চেষ্টা মামলায় বাকী মালিথা (৫০) নামক আ’সা’মিকে গ্রে/ফতা/র করেছে গাংনী থানা পুলিশ। গ্রে/ফতা/রকৃত আসামি উপজেলার দেবীপুর ঝোড়াঘাট গ্রামের মৃত লতিফ মালিথার ছেলে।
গাংনী থানা সূত্রে জানা যায়, দেবীপুর ঝোড়াঘাট গ্রামের বাকী মালিথা (৫০) তার নিজ বসতঘরে গত ২ অক্টোবর একটি শিশুকে জোর পূর্বক ধ*র্ষ;ণ চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশপাশের মানুষ বড় হয়ে বাকী কে ধরে ফেলে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা চেষ্টা করে কয়েকজন মাতব্বর। কিন্তু ঘটনা জানাজানি হলে আ’সা’মিকে ধরে থানায় নিয়ে আসা হয়।
পরে ওই শিশুটির মা বাদী হয়ে মা’ম’লা করে। গাংনী থানার মা’ম’লা নং-০৯।
গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ধ*র্ষ;ণ চেষ্টার মামলায় গ্রে’ফ’তা’র’কৃ’ত আ’সা’মি’কে আদালতে প্রেরণ করা হবে।

