Home » গাংনীর স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ’সহ তার সকল সমর্থকের জামিন

গাংনীর স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ’সহ তার সকল সমর্থকের জামিন

কর্তৃক xVS2UqarHx07
272 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনী উপজেলার আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মটমুড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ ও তার সমর্থকদের নামে দায়েরকৃত মামলায় জামিন দিয়েছে আদালত।

আজ রবিবার মেহেরপুর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এ জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পেয়ে মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান বাজারে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদেরকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানায়। এরপর স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ তার সমর্থকদের নিয়ে ছাতিয়ান মাইলপোস্ট নামক স্থানে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

উল্লেখ্য, মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান বাজারে শুক্রবার(২৯অক্টোবর) রাতের হামলার ঘটনায় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ’সহ,তার ৩১জন সমর্থক ও অজ্ঞাতনামা ৬০/৭০ জনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আসামির জামিন পেয়েছে।মামলা নংঃ-জিআর ২৫৮/২১,তাংঃ৩০-১০-২১।

০ মন্তব্য

You may also like

মতামত দিন