নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে নয়ন হোসেন(২৫) নামের এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের কাজীপাড়ার সিদ্দিকের ছেলে।
নিহত নয়ন এর বাবা জানান, নয়নের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা মিলে ঈদ মার্কেট করার জন্য বাজারে যাই। বাড়িতে এসে নয়নের স্বয়ং কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাসুদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি আমার জানা নেই। দ্রুত সময়ের মধ্যে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়া হবে।