আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটিদল অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা সহকারি সজল আহমেদ-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অস্বাস্থ্যকর-নােংরা পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং পণ্যের গায়ে উৎপাদন মেয়াদ না থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বামন্দী বাজারের ফাইভ স্টার ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা ও মেসার্স এফ রহমান নামের বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুলিশের একটিদল সেখানে উপস্থিত ছিল।