আমঝুপি অফিস:
গাংনী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক গৃহবধূ নিহত এবং আরেক গৃহবধূ আহত।
মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ নিহত এবং ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে হতাহতের ঘটনা ঘটে। নিহত রিতা রায়পুর গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী কিয়াম আলীর স্ত্রী। আহত ফাতেমা একই উপজেলার সাহারবাটী গ্রামের বেগুল হােসেনের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় রিতা খাতুন মাঠে ধান কুড়াতে গেলে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। একই সময়ে ফাতেমা খাতুন বাড়ির পাশে পুকুর থেকে পানি আনতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান বলেন, “রিতা খাতুনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত ফাতেমা খাতুন চিকিৎসাধীন এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।” গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।