নিজস্ব প্রতিবেদক:
গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু।
মেহেরপুরের গাংনী উপজেলার দক্ষিণ ভরাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাউস আলী (৪৫) নামের এক কৃষকের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত হাউস আলী ওই গ্রামের মৃ’ত রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাউস আলী সকালে বাড়ির ভিতরে বৈদ্যুতিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি একটি খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান তাকে মৃ’ত ঘোষণা করেন।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, “আইনগত প্রক্রিয়া প্রয়োজন অনুযায়ী সম্পন্ন করা হয়েছে এবং ম’রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”