Home » গাংনী উপজেলায় ব্যাড মিন্টন খেলতে গিয়ে খেলার মাঠে মারা গেলো মাদ্রাসা ছাত্র

গাংনী উপজেলায় ব্যাড মিন্টন খেলতে গিয়ে খেলার মাঠে মারা গেলো মাদ্রাসা ছাত্র

কর্তৃক xVS2UqarHx07
574 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

বন্ধুদের সাথে ব্যাড মিন্টন খেলতে গিয়ে খেলার মাঠেই দম বন্ধ হয়ে মারা গেলো মাদ্রাসা ছাত্র ও মসজিদের ইমাম কিশোর আবু সাঈদ (১৫)।

আবু সাঈদ গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের জোবেদ আলীর ছেলে ও করমদী দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র। সে সাহেবনগর জামে মসজিদের ইমামতিও করতেন।

মঙ্গলবার সন্ধ্যায় তার বন্ধুদের সাথে খেলতে গিয়ে ব্যাড মিন্টন মাঠেই দম বন্ধ হয়ে পড়ে। পরে খেলার মাঠেই মারা যায় সে।

প্রত্যক্ষ দর্শি শফিউল ইসলাম জানান, স্থানীয় কিশোর রুহান হোসেন, জুহাব আলী, ফয়সাল হোসেন ও আবু সাঈদ ব্যাড মিন্টন খেলছিলেন। মাত্র কয়েক মিনিট খেলার পর আবু সাঈদ মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) রায়হান উদ্দীন জানান, রোগীকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তবে তার পরিবারের কথায় ধারনা করা হচ্ছে, দম বন্ধ হয়ে মারা গেছেন আবু সাঈদ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন