Home » গাংনী উপজেলায় মাঠে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক কৃষকের সেচ পাম্প গভীর (নলকূপ) পুড়েছে

গাংনী উপজেলায় মাঠে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক কৃষকের সেচ পাম্প গভীর (নলকূপ) পুড়েছে

কর্তৃক xVS2UqarHx07
195 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাঠে দুর্বৃত্তদের দেয়া আগুনে হাফিজুর রহমান মঙ্গল নামের এক কৃষকের সেচ পাম্প গভীর (নলকূপ) পুড়েছে।

বুধবার দিবাগত রাতের কােন এক সময় আগুন দেয়ার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজুর রহমান মঙ্গল জানান, সরকারি ভাবে চাঁদপুর গ্রামের মাঠে ১টি গভীর নলকূপ স্থাপন করা হয়। পরে সরকারের দেয়া সেচপাম্প আমি লিজ নিয়ে বিভিন্ন কৃষকের জমিতে সেচ দিয়ে আসছিলাম। বুধবার রাতে কে বা কাহারা সেচ পাম্পটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয়ে থানায় একটি ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি। রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) হাসান আলী জানান,সেচ পাম্পে আগুন দেয়ার কারণে সেচ কাজ ব্যাহত হবে। এ ধরণের ঘটনায় শুধু সেচ পাস্প মালিক ক্ষতিগ্রস্থ হয়নি। ওই মাঠের সকল কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন