নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত মোস্তফা কামাল গাংনী উপজেলার করমদী গ্রামের গোসাঁইডুবি পাড়া মৃত আজিম উদ্দিনের ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে করমদী-বামন্দী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোস্তফা কামাল শ্যালো মেশিনের পাইপ কেনার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বামন্দী বাজারের দিকে যাওয়ার পথে একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ওই ধাক্কায় মােস্তফা গুরুতর ভাবে আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যে মারা যান। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।