Home » গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের সম্মাননা প্রদান করা হয়েছে

গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের সম্মাননা প্রদান করা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
169 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

শান্তি ও সম্প্রীতির গাংনী গড়ে তােলার লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর সহযোগিতায় ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করে পিস ফ্যাসিলেটেটর (পিএফজি)-এর গাংনী উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। পিএফ জির গাংনী উপজেলা শাখার সমন্বয়কারী ও করমদী কলেজের প্রভাষক আবু সায়েম পল্টুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক.ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা,সাহারবাটী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল,পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন, পিএফজির সদস্য আব্দুল লতিফ,রেজাউল হক মাস্টার প্রমুখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন