আজকের মেহেরপুর ডেস্ক:
শিক্ষক কন্যা উম্মে সাবিহা শহীদ জিয়াউর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বগুড়া) ভর্তির সুযােগ পেয়েছেন।
সাবিহা মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভােমরদহ গ্রামের বাসিন্দা ও ভােমরদহ বিলপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দীনের মেয়ে।
২ বােনের মধ্যে সাবিহা বড়।
সম্প্রতি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলাের ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। এ ফলাফলে সাবিহা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযােগ পেয়েছেন।
সাবিহা ভােমরদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিসহ গােল্ডেন জিপিএ ৫ পেয়ে ৫ম শ্রেণী পাশ করেন।
পরবর্তিতে সে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ থেকে জেএসসিতে জিপিএ ৫ এবং একই বিদ্যালয় থেকে এসএসসিতে বৃত্তিসহ গােল্ডেন জিপিএ ৫ লাভ করেন। এবং সেন্টারের সেরা নির্বাচিত হন। পরবর্তিতে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচএসসিতে গােল্ডেন জিপিএ লাভ করেন। সর্বশেষ মেডিকেল ভর্তি পরীক্ষায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুযােগ পান।
এ বিষয়ে সাবিহার বাবা সাহাব উদ্দীন জানান,আমার মেয়ে সাবিহা ছােট বেলায় থেকে বলে আসতাে আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করবাে। তার সে ইচ্ছা পূরণ হতে চলেছে। বাকীটা মহান আল্লাহ ইচ্ছা।
এদিকে, অজােপাড়া-গাঁয়ে বেড়ে উঠা সাবিহার এ খবরে এলাকায় চলছে আনন্দ। সাবিহা যেখানে বেড়ে উঠেছে। সে মহল্লায় বৃষ্টি হলে এখনও হাঁটু কাঁদা জমে। এ কাঁদা পায়ে ছােট বেলা থেকেই সাবিহার স্কুলে যাওয়া ছিল নেশা।
সাবিহা জানান,আমি যদি ডাক্তার হতে পারি। তাহলে,মানুষের সেবায় নিজেকে আত্ম নিয়ােজিত রাখবাে।