Home » গাংনী উপজেলা রামনগর ভোট কেন্দ্রে মেম্বর প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষে পুলিশের ছয় সদস্য আহত

গাংনী উপজেলা রামনগর ভোট কেন্দ্রে মেম্বর প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষে পুলিশের ছয় সদস্য আহত

কর্তৃক xVS2UqarHx07
242 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের রামনগর ভোট কেন্দ্রে মেম্বর প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সাইদুর রহমান এসআই,আব্দুর রাজ্জাক, টিএসআই হুমাইন,এএসআই রাশিদুল ইসলাম,কনস্টেবল হেমায়েত কনস্টেবল নুর জাহিদ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, বামন্দী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মাত্র ১৪ ভোটের ব্যবধান মেম্বর নির্বাচিত হন আরিফুল ইসলাম। ১৪ ভোটে পরাজিত হওয়া ইউনুছ আলীর ব্যালট পেপার কয়েকটি ছিড়ে ভোট কেন্দ্রের বাইরে ফেলে দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠে।

এ নিয়ে পুলিশের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন দুই মেম্বর প্রার্থীর সমর্থকরা। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন মেম্বর প্রার্থীর সমর্থকরা। লাঠিসোটা নিয়ে তারা পুলিশের উপর আক্রমণ করেন। পুলিশ সদস্যরা আত্মরক্ষায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের উপর আক্রমণের সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন