নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলা সমবায় অফিসের উদ্যোগে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা ভি এস ডা. মো. আরিফুল ইসলাম, শিক্ষক আবুল কাশেম, মেহেরপুর জেলা সমবায় অফিসের প্রশিক্ষক নূরুজ্জামান,সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান। তুষার।