Home » গাংনী পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আসামী গ্রেফতার

গাংনী পুলিশের বিশেষ অভিযানে ৭ জন আসামী গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
113 ভিউজ

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গাংনী থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— জেমস প্রকাশ মন্ডল (৬৬), পিতা- অমরেদ মন্ডল, সাং- যুগিন্দা (মধ্যপাড়া), গাংনী, মেহেরপুর (জিআর পরোয়ানাভুক্ত)।, মোঃ মনিরুল ইসলাম (মন্টু), পিতা- মৃত ঝড়ু বিশ্বাস, সাং- হিজলবাড়ীয়া (দক্ষিণপাড়া), গাংনী, মেহেরপুর (সিআর পরোয়ানাভুক্ত), মোঃ আশরাফুল (৪৯), পিতা- আলী আকবর, সাং- হিজলবাড়ীয়া, গাংনী, মেহেরপুর (সিআর পরোয়ানাভুক্ত), মোঃ জামরুল, পিতা- মৃত সামছদ্দিন, সাং- হিজলবাড়ীয়া, গাংনী, মেহেরপুর (সিআর পরোয়ানাভুক্ত), মোঃ একলাচুর, পিতা- মৃত নজরুল, সাং- হিজলবাড়ীয়া (দক্ষিণপাড়া), গাংনী, মেহেরপুর (সিআর পরোয়ানাভুক্ত), মোছাঃ জেসমিন খাতুন, স্বামী- মোঃ মকুল হোসেন, সাং- হাড়িয়াদহ (সিআর পরোয়ানাভুক্ত), মোছাঃ রেহেনা খাতুন, স্বামী- মজিবর রহমান, সাং- মহিষাখোলা, গাংনী, মেহেরপুর (জিআর পরোয়ানাভুক্ত)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মেহেরপুর জেলা পুলিশ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন