নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর মকছেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
শুক্রবার ভােররাত ৪টার দিকে ফরিদপুর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ সন্তানের জনক মকছেদ আলী গাংনী পৌর এলাকার ডাকবাংলাে পাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান,মকছেদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে রাজবাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে স্ট্রোক করেন। তার বন্ধুরা তাকে রাজবাড়ি এলাকার একটি হাসপাতালে নেয়। এসময় তার শারীরিক অবস্থার আরাে অবনতি দেখা দেয়। পরে তাকে ফরিদপুর হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মারা যান।
শুক্রবার সকালে তার মরেদহ বাড়িতে নেয়া হয়।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মকছেদ আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানায়।
এদিকে,কাউন্সিলর মকছেদ আলীর মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী,পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এদিকে,মকছেদ আলীর আত্মার মাগফিরাত কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শুভাকাঙ্ক্ষী সমবেদনা জানিয়েছে।