Home » গাজার প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়, আমরা আল্লাহ ও গাজাবাসীর কাছে দায়বদ্ধ: এরদোয়ান

গাজার প্রশ্নে বিন্দুমাত্র আপোষ নয়, আমরা আল্লাহ ও গাজাবাসীর কাছে দায়বদ্ধ: এরদোয়ান

কর্তৃক ajkermeherpur
40 ভিউজ

গাজা ইস্যুতে তুরস্ক বিন্দুমাত্র ছাড় দেবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই অবস্থান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। কারণ, এখান থেকে সরে আসা মানে আল্লাহ এবং গাজাবাসীর কাছে জবাবদিহিতার মুখে পড়া ।

রবিবার (১৪ই ডিসেম্বর) ইস্তাম্বুলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরদোয়ান এসব কথা বলেন। গাজা ইস্যুতে তুরস্কের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, সামনের দিনগুলোতে আমরা দৃঢ় সংকল্প নিয়ে আমাদের পথে এগিয়ে যাব। এখান থেকে পিছুহটার কোনো সুযোগ নেই। যদি আমরা পিছিয়ে যাই, তবে আমরা আল্লাহ বা গাজাবাসীর কাছে জবাব দিতে পারব না।

আঙ্কারা গাজা ইস্যুতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি জাতিসংঘে দেওয়া তার সাহসিকতাপূর্ণভাষণের কথা স্মরণ করিয়ে দেন। এরদোয়ান বলেন, …ইসরায়েলি প্রতিনিধিরা আমার ঠিক সামনের টেবিলে বসে ছিলেন। আমি তাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে সেই ভাষণ

দিয়েছিলাম। আমরা কাপুরুষ নই। তিনি প্রতিজ্ঞা করেন যে, গাজা ইস্যু থেকে তুরস্ক কখনোই সরে আসবে না। বক্তব্যে তিনি গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রসঙ্গও তোলেন। এরদোয়ান জানান, সেই বৈঠকে বিশেষ করে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে তারা যে বার্তা দিয়েছিলেন, তা ট্রাম্পের মনে আলাদাভাবে দাগ কেটেছে এবং গভীর প্রভাব ফেলেছে।

এছাড়া বিশ্বমঞ্চে তুরস্কের অনন্য অবস্থানের কথা উল্লেখ করে এরদোয়ান ঘোষণা করেন যে, আঙ্কারা আসন্ন ন্যাটো নেতাদের শীর্ষসম্মেলন আয়োজন করবে। তিনি বলেন, আমরা এর আগে ইস্তাম্বুলে ন্যাটোর সম্মেলন আয়োজন করেছিলাম, আর এখন আঙ্কারাতেও এই শীর্ষসম্মেলন আয়োজন করতে যাচ্ছি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন