গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ইসরাইলি সেনাদের হাতে অপহরণের অভিযোগ এনেছেন আলোচিত পরিবেশকর্মী গ্রেটা টিনটিন ইলেওনোরা এর্নম্যান থুনবার্গ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১০টার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি ভিডিওটি প্রকাশ করেন।
ভিডিও বার্তায় থুনবার্গ বলেন, আমি গ্রেটা থুনবার্গ, সুইডেনের একজন নাগরিক। যারা এই ভিডিও দেখছেন, তাদেরকে বলছি-আমাকে অপহরণ করা হয়েছে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে ইসরাইলি বাহিনী আমাকে আটকে রেখেছে। আন্তর্জাতিক আইন মেনে আমাদের মিশন ছিল অহিংস। তাই দয়া করে আমার সরকারকে বলুন যেন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তির দাবি জানায়।’
এদিকে গাজায় সীমান্তে প্রায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ। অপেক্ষায় রয়েছে আরো কয়েকটি।

