Home » গাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশু তামীমসহ নিহত ৩।

গাজীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশু তামীমসহ নিহত ৩।

কর্তৃক ajkermeherpur
30 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার সকাল নয়টায় টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. অলি উল্লাহ, চার বছর বয়সী শিশু তামীম ও অপর একজন অজ্ঞাত পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।চকালীগঞ্জ থানার ওসি, তদন্ত আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

০ মন্তব্য

You may also like

মতামত দিন