Home » গুলি করা দুই যুবক গোপনে হাদির সঙ্গে চলাফেরা করেছিল কিনা সেটিও তদন্তের আওতায়: ডিবি প্রধান

গুলি করা দুই যুবক গোপনে হাদির সঙ্গে চলাফেরা করেছিল কিনা সেটিও তদন্তের আওতায়: ডিবি প্রধান

কর্তৃক ajkermeherpur
49 ভিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কিছু ছবিতে দেখা গেছে, দুপুরে মতিঝিল ওয়াপদা মাদ্রাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির সঙ্গে গুলি চালানো দুই হামলাকারীর সঙ্গে পোশাকে মিল রয়েছে। গুলিকারীদের একজনের গায়ে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট। অন্যজনের পরণে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়ার রঙের জুতা। হামলাকারীদের পোশাকের সঙ্গে জনসংযোগে থাকা ওই দুজনের পোশাকের সাদৃশ্য উল্লেখযোগ্য। এ বিষয়ে জানতে চাইলে উত্তরে ডিবি প্রধান বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীকে কারা গুলি করেছে, এ বিষয়ে দুষ্কৃতিকারীদের পরিচয়সহ পুরো ঘটনার আগে–পরে সম্ভাব্য সব তথ্যই খতিয়ে দেখা হচ্ছে। হত্যার কয়েক ঘণ্টা আগে কিংবা ১–২ দিন আগে ওই দুই যুবক হাদীর সঙ্গে মোটরসাইকেলে থেকে চলাফেরা করেছিল কিনা, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ, র‌্যাবসহ সব সংস্থা দুর্বৃত্তদের গ্রেপ্তারে কাজ করছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন