Home » ঘটনার দিন রাতেই হাদিকে হত্যাচেষ্টাকারী ফয়সাল ও আলমগীর পালিয়ে গেছে!

ঘটনার দিন রাতেই হাদিকে হত্যাচেষ্টাকারী ফয়সাল ও আলমগীর পালিয়ে গেছে!

কর্তৃক ajkermeherpur
55 ভিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টাকারী দুই সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীর শেখ সীমান্ত পার হয়ে পালিয়ে গেছে। ঘটনার দিন শুক্রবার রাতেই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট দিয়ে তারা সীমান্ত পার হয়। এই পুরো মিশনে সহযোগী হিসেবে কাজ করে ৭-১০ জনের একটি টিম। হাদির হামলাকারীদের গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা এমনটি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন, হাদিকে গুলি করার পর ফয়সাল ও আলমগীর শেখ দেশের কোন সীমান্ত পথে দেশত্যাগ করবে, সেটি আগ থেকেই ঠিক করে রাখে। সে অনুযায়ী মানব পাচার চক্রের সঙ্গে সব পাকাপোক্ত করে তারা। হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে মানব পাচার করে, চক্রের স্থানীয় সদস্যের সঙ্গে সব ডিল হয় আগেই। এর পর হাদিকে গুলি করেই তারা সরাসরি চলে যায় হালুয়াঘাট সীমান্তে। সেখানে পৌঁছতে তাদের গভীর রাত হয়ে যায়। ওই রাতেই সীমান্ত পাড়ি দেয় তারা। ওই কর্মকর্তা আরও জানান, হাদিকে গুলি করার পর দুই সন্ত্রাসী সাভার হয়ে ময়মনসিংহ যায়।তিনি আরও জানান, অভিযুক্তদের কেউ বিদেশে পালিয়ে গেছে কি না এমন কোনো তথ্য এখনো ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। ফয়সাল করিম মাসুদের সর্বশেষ বিদেশ যাত্রার তথ্য অনুযায়ী সে জুলাই মাসে থাইল্যান্ড থেকে দেশে প্রবেশ করে। এর পর তার দেশত্যাগের কোনো রেকর্ড নেই। হাদির ওপর হামলার পেছনের কারণ সম্পর্কে এ কর্মকর্তারা বলেন, ইনকিলাব মঞ্চের একজন শীর্ষ সংগঠক হিসেবে হাদি ছিলেন একটি পক্ষের প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকেই তাকে টার্গেট করে পরিকল্পিত হত্যাচেষ্টা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তিন দিনেও মামলা না হওয়ার বিষয় জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা না হলেও আমরা জিডি করেছি। এখন বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। যদিও তারা রোগী নিয়ে ব্যস্ত, আমরা চেষ্টা করছি মামলার ড্রাফট নিয়ে বাদীর স্বাক্ষর আনার। এটা সম্ভব না হলে প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা প্রসঙ্গে অতিরিক্ত কমিশনার বলেন, হাদি একজন নন, দেশে হাজারো, লাখো জুলাইযোদ্ধা রয়েছেন। প্রত্যেকের জন্য আলাদা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তবে রাষ্ট্র ও রাজধানীর সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যেসব সম্মুখসারির জুলাইযোদ্ধা উচ্চ ঝুঁকিতে রয়েছেন, তাদের বিষয়ে আলাদা করে থ্রেট অ্যানালাইসিস করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী হাই-প্রোফাইল ও ঝুঁঁকিপূর্ণ জুলাই যোদ্ধার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন সহিংসতা ও নাশকতা ঠেকাতে ‘অপারেশন ডেভিল হান্ট- টু’ শুরু করা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম।

মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে ॥ হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের ওপর শুনানি নিয়ে রবিবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আবদুল হান্নানকে আদালতে হাজির করে পুলিশ। পল্টন থানার এসআই শামীম হাসান জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা দুজন সন্ত্রাসী হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলিতে ওসমান হাদি গুরুতর জখম হন। র‌্যাব-২ ভিডিও ফুটেজ যাচাই করে মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের বিষয়ে জানতে পারে। আবেদনে আরও বলা হয়, আসামিদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার, জড়িত অজ্ঞাতনামা পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহসহ অবস্থান জানা, মূল রহস্য উদ্ঘাটন ও তথ্য-অর্থের সম্পর্ক সংগ্রহ এবং কোন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করা হয়েছে, তার উৎস জানার জন্য পুলিশের নিজ হেফাজতে রেখে আব্দুল হান্নানকে সাতদিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অপরদিকে শুটার ফয়সাল করিম ও তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

০ মন্তব্য

You may also like

মতামত দিন