Home » চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

কর্তৃক xVS2UqarHx07
49 ভিউজ

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করেছে র‍্যাব–৭। এ ঘটনায় তানজিম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউসিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব জাল নোট জব্দ করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার করা টাকাগুলো সম্পূর্ণ জাল এবং অনলাইনে বিক্রি করা হতো।

গ্রেপ্তার তানজিম দাবি করেন, এগুলো আসলে শুটিংয়ে ব্যবহারের জন্য ছাপানো হয়েছিল। তিনি বলেন, নগরের আন্দরকিল্লায় অঙ্কুর প্রিন্টার্স নামে একটি ছাপাখানা থেকে এগুলো ছাপানো হয়। প্রতি বান্ডেল নোট ৩০ টাকায় ছেপে আমি ৬০০ টাকায় বিক্রি করতাম। যেহেতু এসব ছাপার অনুমতি নেই, তাই এগুলোকে জাল টাকা বলা যেতে পারে।

র‍্যাব সূত্র জানায়, সিলেটে আগে এক অভিযানে বিপুল পরিমাণ জাল টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই চট্টগ্রামে এ অভিযান চালানো হয়।

র‍্যাব–৭–এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশের নিয়ম অনুযায়ী সরকার কাউকেই কোনো ধরনের টাকা ছাপানোর অনুমতি দেয়নি। আমরা এখানে দেশি ও বিদেশি দুই ধরনের জাল নোট পেয়েছি। অনলাইনের মাধ্যমে এসব টাকার লেনদেন হতো।

তিনি আরও বলেন, ‘যেখান থেকে নোটগুলো ছাপানো হয়েছে, সেখানে অভিযান চালিয়ে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, আরও কারা এই চক্রের সঙ্গে জড়িত।’

র‍্যাব বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই জাল টাকা অনলাইনে বিক্রি ছাড়াও বিভিন্ন প্রতারণামূলক কাজে ব্যবহার করা হচ্ছিল। তদন্ত শেষে পুরো চক্রের বিস্তারিত তথ্য জানানো হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন