চিরকুটে ‘জয় বাংলা’ লিখে মেহেরপুরে বিএনপির ৭ নেতা-কর্মীকে হত্যার হুমকি
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে হুমকিদাতা হিসেবে ‘জোড়পুকুর আওয়ামী লীগ’–এর নাম উল্লেখ থাকায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি দোকানের দেয়ালে লাগানো চিরকুটটি প্রথমে নজরে আসে স্থানীয়দের।
চিরকুটে স্থানীয় বিএনপির সাত নেতা-কর্মীর নাম উল্লেখ করে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। যাদের নাম লেখা রয়েছে, তারা হলেন— হাফিজুল ইসলাম, এনামুল, মহিবুল, সেন্টু, রফিকুল, মিঠুন ও জিকো।
চিরকুটে হুমকিদাতারা লেখেন, গ্রামছাড়া করার প্রতিশোধ হিসেবে এসব বিএনপি নেতা-কর্মীকে ‘দুনিয়াছাড়া’ করা হবে। চিরকুটে লেখা ছিল— “তোদের আমরা দুনিয়া ছারা করব। তৈরি থাকিস।”
স্থানীয় বাসিন্দাদের ধারণা, বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময় চিরকুটটি দেয়ালে লাগানো হয়। শুক্রবার সকালে হাঁটতে বের হয়ে গ্রামবাসীরা সেটি দেখতে পান।
চিরকুটের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হুমকিদাতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রশাসনের তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী অভিযোগ করে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এ ধরনের হুমকি দিচ্ছে। চিরকুট পাওয়ার পর আমাদের নেতা-কর্মীরা আতঙ্কে রয়েছেন। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, “বিষয়টি আমরা জেনেছি। পুলিশ মাঠে কাজ করছে। তদন্ত করে দোষীদের শনাক্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
