Home » চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি: ‘লোকাল শাওন’সহ তিনজন গ্রেফতার

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি: ‘লোকাল শাওন’সহ তিনজন গ্রেফতার

কর্তৃক ajkermeherpur
59 ভিউজ

ডেক্স রিপোর্টার:

চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগে শাওন ওরফে লোকাল শাওনসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার শাওনের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। গত শনিবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা একাডেমী মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার প্রেক্ষিতে রবিবার চুয়াডাঙ্গা সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাওনসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর গত রাতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শাওন ও তার সহযোগী রাজুসহ মোট তিনজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন