Home » চুয়াডাঙ্গা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ ২ জন আটক।

চুয়াডাঙ্গা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ ২ জন আটক।

কর্তৃক ajkermeherpur
171 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- দর্শনার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) এবং মৃ*ত খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভোরে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন দুইজন। বিজিবি সদস্যরা থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে আ*টক করা হয়। তল্লাশি চালিয়ে আব্দুল মমিনের কোমরে অভিনব কায়দায় লুকানো ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা।

ঘটনার পর বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মা*মলা দায়ের করা হয়েছে। আটক দুই পা*চারকারীকে থানায় হস্তান্তর এবং জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন