Home » ছিনতাইকারী চক্রের ৬ সদস্যসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জন গ্রেফতার

ছিনতাইকারী চক্রের ৬ সদস্যসহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জন গ্রেফতার

কর্তৃক ajkermeherpur
28 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

এবার সাভারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যসহ নিষিদ্ধ সংগঠনের ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সাভারের আশুলিয়ায় অবস্থিত জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে সোমবার (১০ নভেম্বর) ভোররাতে পরিচালিত অভিযানে স্থানীয় ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে ওই চক্রটি পথচারী ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও অর্থ ছিনতাইসহ শারীরিকভাবে জখম করতো বলে জানা গেছে।

সকালে ক্যাম্প কমান্ডারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালানো হয়। পরিকল্পিত অভিযানে পাঁচটি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় ছিনতাইকারীদের বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক এলাকায় ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃতরা হলেন—আজহার (৩২), রকিবুল (২৩), কাওসার (২৪), আফজাল (২৯), জুঁই (২৬) এবং আরিফুল ইসলাম (২৩)। উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি ও ৯টি অপরাধমূলক প্রমাণসম্বলিত মোবাইল ফোন। অন্যদিকে, সাভার মডেল থানার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশবিরোধী ব্যানার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সাভারে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিওস (২১), আজহার আলী সোহেলের ছেলে সালমান (২২), আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), মাসুদের ছেলে সোহাগ (১৮), আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাসনের ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুরের শাকিল আহমেদ জয় (২৯), কাউন্দিয়ার গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী (৫৫), পশ্চিম কলমার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), তেঁতুলঝরা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭) এবং ধামরাই চরশঙ্খর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২)।

এ বিষয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন