Home » জাতির পিতা, মোঃ জুবায়েদ হোসেন, খুলনা

জাতির পিতা, মোঃ জুবায়েদ হোসেন, খুলনা

কর্তৃক xVS2UqarHx07
349 ভিউজ

আকাশের কালো মেঘ সরিয়ে মুক্তির বাণী নিয়ে
তুমি এসেছিলে পরাধীন জাতির মাঝে শান্তির দূত হয়ে।
শৈশব,কৈশোর,তারুণ্য থেকে যৌবন-
তুমি হেঁটেছিলে বারুদ বিস্ফোরণে
অপশক্তির রক্তচক্ষু উপেক্ষা করে তুমি শুনিয়েছিলে
এদেশের মুক্তির কথা, স্বাধীনতার কথা।
ক্লিওপেট্রা,হেলেন ও মেরিলিন মনরোর নেশা চোখে
তুমি গর্জে উঠেছিলে সাতকোটি ফুলের মিছিলে।
তোমার আঙুলের ইশারায় উজ্জ্বীবিত হয়েছিল
সেদিনের রেসকোর্স ময়দানে লক্ষকোটি জনতা।
তোমার মনোবল তোমার সততায় তোমার দৃঢ়তায়
কেড়ে নিয়েছিলে সকলের ভালোবাসা।
তোমার কথায় বুকের আলোড়িত পাথর যেন প্রাণ পেয়ে
জেগে উঠে প্রতিবাদের শ্লোগানে শ্লোগানে।
শেরেবাংলা ,ভাষানীর স্নেহের আসনে বসে
ঐ মুখোশধারী পশুদের মুখে ছুড়েছো আগুনের ফুলকি।
সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে মানুষের হৃদয়ে
স্থান করে নিয়েছো মহান নেতার সিংহাসন।
আমি ধন্য আমরা গর্বিত তুমি আমাদের মহান নেতা
আমরা বাঙালী, বাংলার মুজিব আমাদের জাতির পিতা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন