নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাবারসহ খাদ্যতালিকা না থাকায় ৫ ব্যবসায়ীর জরিমানা ।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ও আশরাফপুর গ্রামের বিভিন্ন দোকানে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে সদর উপজেলার আমদহ এবং আশরাফপুর গ্রামের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়মের কারণে তাদের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।