মেহেরপুর প্রতিনিধি:
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উপলক্ষে ব্যক্তিগত দক্ষতা ও নৈপুন্যের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ফ্রন্টলাইনার হিসেবে স্বীকৃতি স্বরুপ জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন মেহেরপুর পৌরসভা উচ্চমান সহকারি সানোয়ার হাসান।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তন ঢাকায় অনুষ্টিত অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
এ সময় ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোঃ কামাল হোসেন, ইউনিসেফ এর ডেপুটি কান্ট্রি রিপ্রেসেনটেটিভ মিস ভেরা মেনডোকা উপস্থিত ছিলেন।